নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১১:২২। ১১ নভেম্বর, ২০২৫।

রাজশাহীতে শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী পালন

সেপ্টেম্বর ৬, ২০২৩ ৯:০৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী ।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজাস্থ’ শ্রী শ্রী গোপীনাথ ও লক্ষীনারায়ণ দেব বিগ্রহ (হুনুমানজিউ আঁখড়া) মন্দির থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হুনুমানজিউর আঁখড়ায় গিয়ে শেষ হয়।

এর আগে মন্দিরের সামনে প্রায় ঘন্টা ব্যাপী ধর্মীয় আলোচনা ও অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

সভায় বক্তারা বলেন, ‘সবার সম্মিলিত চেষ্টায় আজকের উৎসব যথাযথভাবে উদযাপন সম্ভব হচ্ছে।

এটিই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত।’ এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষসহ অনন্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।