নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:৪০। ১২ নভেম্বর, ২০২৫।

চারঘাটে চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেপ্টেম্বর ৭, ২০২৩ ৩:৩২
Link Copied!

স্টাফ রিপোর্টার : চারঘাটে চোলাইমদ সংরক্ষণ তৈরি ও বিক্রয়ের অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সেইসাথে
৬০০ লিটার চোলাইমদ ধ্বংস করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কুনাল (৪৫) ও শাহীন আলী (২৪ )। তাদের বাড়ি চারঘাট উপজেলার ভায়া লক্ষীপুর এলাকায়।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার চারঘাট থানার ভায়া লক্ষীপুর গ্রামস্থ জসিম উদ্দিন (দোকানদার মুংলী বাজার) এর আমের বাগানের মধ্যে কতিপয় মাদক ব্যবসায়ী চোলাইমদ বিক্রয়ের জন্য অপেক্ষা করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করে উক্ত স্থান থেকে আসামী আবু সামা ওরফে টুনু ছেলে কুনাল ও এমদাদুলের ছেলে শাহীন আলী (২৪ কে ৬০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীদ্বয় নিজের হেফাজত হইতে উদ্ধারকৃত উক্ত অবৈধ চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত উক্ত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সৌপর্দ করার জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।