নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৯:৪৪। ৯ মে, ২০২৫।

গুগলে ‘জওয়ান’ লিখে সার্চ করলেই ম্যাজিক!

সেপ্টেম্বর ৮, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ ঝড় বইছে গোটা বিশ্বে। বৃহস্পতিবার সিনেমাটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে। শাহরুখ ভক্তদের মাঝেও কিং খানের নতুন ছবি নিয়ে ব্যাপক উন্মাদনা চোখে পড়েছে।

ভক্তদের পর এবার ‘জওয়ান’ উন্মাদনায় গা ভাসাল সার্চ ইঞ্জিন গুগল। গুগলে ঢুকে ‘জওয়ান’ লিখে সার্চ করলেই গোটা স্ক্রিন ব্যান্ডেজে ঢেকে যাচ্ছে। যেমনভাবে গোটা শরীরে ব্যান্ডেজ জড়ানো অবস্থায় এই ছবিতে দেখা গেছে কিং খানকে, ঠিক সেই একই ব্যান্ডেজ ভেসে উঠছে ফোন বা কম্পিউটারের স্ক্রিনে।

শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে গুগলের এই ম্যাজিক দেখতে চাইলে প্রথমে নিজের ফোন কিংবা ল্যাপটপে গুগলে গিয়ে ‘জওয়ান’ লিখে সার্চ করতে হবে। এরপর নিচে একটি ওয়াকিটকি আসবে। সেখানে ক্লিক করলেই স্ক্রিনের চারপাশে ভেসে উঠবে এই সিনেমার বিখ্যাত সেই ব্যান্ডেজ। এরপরেই শাহরুখের গলায় শোনা যাবে ‘রেডিইইইই’।

গুগলের এই ‘জওয়ান’ ম্যাজিক দারুণভাবে উপভোগ করছে ভক্তরা। এমনকি বিষয়টি চোখে পড়েছে খোদ শাহরুখেরও। এক টুইটে অভিনেতা লিখেছেন, ‘জওয়ান’কে গুগলেও খুঁজে নেও এমনকি থিয়েটারেও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।