নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ১০:৩৭। ১৮ সেপ্টেম্বর, ২০২৫।

নগরীতে তিন দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভালের উদ্বোধন

সেপ্টেম্বর ১০, ২০২৩ ৯:২৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর উদ্যোক্তা এডমিন প্যানেলের উদ্যোগে তিন দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভাল-২০২৩ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে নগরীর মধুবন কনভেনশন হলে রাজশাহী উদ্যোক্তা ইনডোর কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবী ও নারী নেত্রী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী।। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

মেলায় ২২টি স্টল রয়েছে। রাজশাহীর উদ্যোক্তা ইনডোর কার্নিভাল তিনদিনের এ আয়োজন প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

অনুষ্ঠানে এফডব্লিউসিএর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম, চেম্বার অব কমার্সের সদস্য ও ওয়েসিস ড্রিংকিং ওয়াটারের চেয়ারম্যান রফিকুল ইসলাম স্বাধীন, রাজশাহী উদ্যোক্তা এডমিন প্যানেলের সদস্য তাসনিম আরা, নাফিসা তাসনিম ঝিলিক, ফারনাজ ইসলাম খান, মোঃ আব্দুল মতিন সোহাগ, মোঃ ইরফানুল হক সুমিত এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪৬২ মণ্ডপে হবে দুর্গাপূজা : চলছে প্রস্তুতি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।