নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সন্ধ্যা ৬:৫৭। ১৬ জুলাই, ২০২৫।

শহীদ কামারুজ্জামানের সমাধীতে ভারতীয় কুটনীতিকের শ্রদ্ধা

নভেম্বর ৩, ২০২৩ ৮:১১
Link Copied!

স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীতে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। শুক্রবার সকালে নগরীর কাদিরগঞ্জে জাতীয় এই নেতার সমাধীস্থলে যান ভারতীয় এই কুটনীতিক।

আরও পড়ুনঃ  বাগমারায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত

এ সময় জেলহত্যা দিবস উপলক্ষে তিনি সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ কামারুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মনোজ কুমার। তাঁর সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  স্বার্থ সংরক্ষণ কমিটির স্মারকলিপি, রাজশাহীর উন্নয়নে ৩৮ দফা দাবি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।