নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৮:০৮। ৯ মে, ২০২৫।

রাজশাহীতে হরতালের প্রতিবাদে আ.লীগের শান্তি মিছিল

নভেম্বর ২০, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামীলীগ শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশকরেছে। সোমবার সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে শান্তি মিছিল বের করা হয়। শান্তি মিছিল টিনগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতিবীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য রাখেন কৃষি বিষয়ক সম্পাদকমীর তৌফিক আলী ভাদু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

এছাড়া নগরীর শহীদ কামারুজ্জামান চত্বর, সাগর পাড়া বটতলার মোড়, কোর্ট স্টেশন কাশিয়াডাঙ্গা মোড় সহ নগরীর বিভিন্ন পয়েন্টে উন্নয়নের সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।