নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১০:৩২। ৪ মে, ২০২৫।

স্বর্ণ ব্যবসায়ীর চুরি হওয়া ২৪ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

Asha Mony
জানুয়ারি ১৪, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ফেনীতে স্বর্ণ ব্যবসায়ীর চুরি হওয়া ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. সুমন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে ফেনী মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা।

গ্রেপ্তারকৃত সুমন চট্টগ্রামের ভুজপুর থানার বৈদ্দপাড়া গ্রামের মৃত আব্দুর সালামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ২ জানুয়ারি চট্টগ্রাম জেলার ভুজপুরের কাজীরহাট বাজারের মল্লিকা জুয়েলার্সের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ রাইড শেয়ারিং বাইকে মো. সুমনকে নিয়ে ফেনী বড় বাজারের গোপালপট্টিতে আসেন। পরে দুই দোকানে ৩০ লাখ টাকার স্বর্ণ বিক্রি করে টাকা নিয়ে ফিরছিলেন।

এ সময় তিনি দেখেন স্বর্ণের দোকানে মোবাইল ফেলে আসেন। পরে তিনি বাইকে টাকার ব্যাগ রেখে ফোন আনতে যান।

এ সময় চালক সুমন মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন। এ ঘটনায় ১১ জানুয়ারি ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার চুরি হওয়া ৩০ লাখ টাকার মধ্যে ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

থোয়াই অংপ্রু মারমা বলেন, ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করেছে।

সুমনের বিরুদ্ধে চট্টগ্রামের ভুজপুরে দুটি ও খাগড়াছড়ির মানিকছড়ি থানায় একটিসহ মোট তিনটি মামলা রয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী, পরিদর্শক (অপারেশন) মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।