নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১০:০৫। ৯ মে, ২০২৫।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক পদে আরও ২ বছর থাকছেন আজিজুর

জানুয়ারি ২৮, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পরিচালক পদে আরও দুই বছর থাকছেন মো. আজিজুর রহমান।

তাকে চুক্তিতে আরও দুই বছরের জন্য আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক (তার মূল পদ) নিয়োগ দিয়ে পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চাকরির মেয়াদ শেষে আগামী ১ ফেব্রুয়ারি আজিজুর রহমানের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত ও অন্যান্য প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

আগামী ২ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে আজিজুর রহমানের এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি গ্রেড-৫ কর্মকর্তা হিসেবে তার সর্বশেষ আহরিত সুযোগ সুবিধা পাবেন। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।