নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সন্ধ্যা ৭:১৮। ৭ আগস্ট, ২০২৫।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মার্চ ১১, ২০২৪ ৪:০১
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে বিজ্ঞান গ্রুপে পাশের হার ৪৬ শতাংশ এবং অ-বিজ্ঞান গ্রুপে ৮০ দশমিক ৬ শতাংশ। গড়ে ৪৬ দশমিক ৮৯ শতাংশ।

আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আরও পড়ুনঃ  কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা বিলম্বে ছাড়ল জুলাই বিশেষ ট্রেন

প্রকাশিত ফল অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বিজ্ঞান গ্রুপ থেকে ৭৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬১ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে ২৮ হাজার ৯১ জন পাস করেছেন, যা মোট অংশগ্রহণকারীর ৪৬ শতাংশ।

এ ছাড়া অ-বিজ্ঞান গ্রুপ (বাণিজ্য ও মানবিক থেকে যাঁরা এসেছেন) থেকে আবেদন করেন ১ হাজার ৭৭৮ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৬৯৭ জন পরীক্ষায় অংশ নেন। পাস করেন ১ হাজার ৩৬৮ জন, যা মোট অংশগ্রহণকারীর ৮০ দশমিক ৬ শতাংশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা

উভয় গ্রুপ মিলিয়ে মোট অংশগ্রহণকারী ৬২ হাজার ৮১৬ জন। তাঁদের মধ্যে পাস করেন ২৯ হাজার ৪৫৯ জন। গড় পাসের হার ৪৬ দশমিক ৮৯ শতাংশ। বিজ্ঞান গ্রুপে সর্বোচ্চ নম্বর ৯৬ এবং অ-বিজ্ঞান গ্রুপে ৮৭।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ

উল্লেখ্য, গত ৫ মার্চ বিজ্ঞানের অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার শিফট মিলে এতে উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ১২ শতাংশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।