নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১১:৩০। ৩০ জুলাই, ২০২৫।

দুর্গাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

মার্চ ১৭, ২০২৪ ৮:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারী দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এতে অংশ নেন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, সহকারি কমশিনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র, দুর্গাপুর থানার ওসি খায়রুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, মৎস কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুল হক, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আখতার, সমবায় কর্মকর্তা আজগর আলী, পরিসংখ্যান কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

আলোচনা সভা শেষে শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।