নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৭:২১। ১৮ অক্টোবর, ২০২৫।

গোপনে মক্কা সফরে ইসরাইলি-ইহুদি সাংবাদিক, নিন্দার ঝড়

জুলাই ২০, ২০২২ ১০:০৪
Link Copied!

ভালোবাসার নেই কোনো স্থান-ভেদ। প্রেম মানে না কোনো বাধা। বিভিন্ন দেশের তরুণীরা বাংলাদেশি যুবকদের অহরহ বিয়ে করছেন। এবার এমন একটি ঘটনা রাজশাহীতে ঘটেছে।
প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে রাজশাহী এসেছেন ২০ বছর বয়সী মালয়েশিয়ান তরুণী স্যান্ডি। মন দেওয়া-নেওয়ার পর তিনি রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে প্রেমিক জুলফিকার আলীর সঙ্গে বেঁধেছেন ঘর।
জুলফিকারের পারিবারিক সূত্রে জানা গেছে, জুলফিকার আট বছর আগে পড়ালেখার জন্য মালয়েশিয়ায় যান। সেখানে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন একটি চাকরিও করতেন। ওই সময় জুলফিকারের সঙ্গে পরিচয় হয় স্যান্ডির। এই পরিচয় একটা সময় পর পরিণয়ে রূপ নেয়। এরপর দুইজনের মধ্যকার প্রেমের সম্পর্ক আরও গভীরতা পায়। শেষ পর্যন্ত ভালোবাসার টানে বাবা-মাকে ছেড়ে রাজশাহীতে উড়ে আসেন স্যান্ডি।
এখানে এসে জুলফিকারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্যান্ডি। জুলফিকারের পরিবারের সদস্যরাও স্যান্ডিকে আনন্দ উৎসবের মাধ্যমেই বরণ করে নেন। ঈদের তিন দিন পর গত ১৪ জুলাই ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। এ বিয়েতে খুশি জুলফিকারের পুরো  পরিবার, স্বজন, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা।
বিয়ের পর জুলফিকার বলেন, এ বিয়ে নিয়ে আমার মা এবং ভাই-বোন আত্মীয়স্বজন সবাই খুব খুশি। স্যান্ডি আবারো প্রমাণ করলেন সত্যিকারের ভালোবাসা কোনো ধর্ম ও ভাষা মানে না। স্যান্ডি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার জন্য বাবা-মাসহ তার পরিবারের সদস্যদের ছেড়েছেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয়েছে আলিশা অ্যানি। বাংলাদেশে এসে আমাকে বিয়ে করছেন। তার এই ভালোবাসা অবশ্যই আমার কাছে অনেক বড় প্রাপ্তি।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।