নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৯:২৭। ২ জুলাই, ২০২৫।

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ভাইকে মারধর, গ্রেপ্তার ৫

জুলাই ১০, ২০২৪ ১০:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তরুণদের মারপিটে এক স্কুলছাত্রীর ভাই আহত হওয়ায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার ভোরে রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরুণেরা হলেন ওই এলাকার নাহিদ (২০), জয় (২১), মারুফ (২১), রাকেশ (২০) ও মাহি (২০)। র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‌্যাব।
র‌্যাব জানায়, প্রায় ৫ মাস আগে দুই স্কুলছাত্রী প্রাইভেট পড়া শেষ করে ভ্যানে করে বাসায় ফিরছিল। এ সময় ওই পাঁচ তরুণ তাদের উত্ত্যক্ত করেন। পরবর্তীতে এক ছাত্রীর চাচা এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন। ওই স্কুলছাত্রীর বাবা পরে এর প্রতিবাদ জানাতে গেলে তাঁকেও মারপিটের হুমকি দেওয়া হয়।
এরপর মঙ্গলবার ওই স্কুলছাত্রীর ভাই চারঘাটের ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গেলে তাকেও মারধর করেন বখাটেরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ নিয়ে ওই স্কুলছাত্রীর বাবা চারঘাট থানায় মামলা করেন। সে মামলায় এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।