ঢাকা দুপুর ২:১৭। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

৫ হাজার কোটি ডলার আয়ের রেকর্ড বাংলাদেশের

Somoyer Kotha
জুন ৩, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জিত হয়েছে। এ সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে পাঁচ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬৬ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

২০২০-২১ অর্থবছরের তুলনায় ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে সদ্য শেষ হওয়া অর্থবছরে। একই সঙ্গে এ সময়ে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ইপিবির তথ্যমতে, গত ২০২০-২১ অর্থবছরে পণ্য রপ্তানির পরিমাণ ছিল তিন হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের। সদ্যঃবিদায়ি অর্থবছরে মূলত পোশাক রপ্তানির ওপর ভর করে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬৬ হাজার মার্কিন ডলার। তবে মোট রপ্তানির ৮১ দশমিক ৮১ শতাংশই তৈরি পোশাক পণ্য থেকে এসেছে। এ পণ্যটির রপ্তানির অর্থমূল্য ছিল চার হাজার ২৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ২০২০-২১-এর তুলনায় ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩৫ দশমিক ৪৭ শতাংশ।

সদ্যঃবিদায়ি অর্থবছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৩৫০ কোটি ডলার। এর বিপরীতে যে অর্থমূল্যের পণ্য রপ্তানি হয়েছে, সেটি লক্ষ্যমাত্রার তুলনায় ১৯ দশমিক ৭৩ শতাংশ বেশি।

এদিকে সদ্যঃসমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪৯০ কোটি ৮০ লাখ ৩০ হাজার ডলার। আগের অর্থবছরের জুন মাসের তুলনায় রপ্তানি বেড়েছে ৩৭ দশমিক ১৯ শতাংশ।

সূত্র : বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০