নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১:৪৪। ১৭ অক্টোবর, ২০২৫।

৫ হাজার কোটি ডলার আয়ের রেকর্ড বাংলাদেশের

জুন ৩, ২০২২ ৯:৪২
Link Copied!

২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জিত হয়েছে। এ সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে পাঁচ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬৬ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

২০২০-২১ অর্থবছরের তুলনায় ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে সদ্য শেষ হওয়া অর্থবছরে। একই সঙ্গে এ সময়ে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

আরও পড়ুনঃ  বাঘায় মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ইপিবির তথ্যমতে, গত ২০২০-২১ অর্থবছরে পণ্য রপ্তানির পরিমাণ ছিল তিন হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের। সদ্যঃবিদায়ি অর্থবছরে মূলত পোশাক রপ্তানির ওপর ভর করে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬৬ হাজার মার্কিন ডলার। তবে মোট রপ্তানির ৮১ দশমিক ৮১ শতাংশই তৈরি পোশাক পণ্য থেকে এসেছে। এ পণ্যটির রপ্তানির অর্থমূল্য ছিল চার হাজার ২৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ২০২০-২১-এর তুলনায় ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩৫ দশমিক ৪৭ শতাংশ।

আরও পড়ুনঃ  রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার সব আসামি খালাস

সদ্যঃবিদায়ি অর্থবছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৩৫০ কোটি ডলার। এর বিপরীতে যে অর্থমূল্যের পণ্য রপ্তানি হয়েছে, সেটি লক্ষ্যমাত্রার তুলনায় ১৯ দশমিক ৭৩ শতাংশ বেশি।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনের প্রার্থী ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এদিকে সদ্যঃসমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪৯০ কোটি ৮০ লাখ ৩০ হাজার ডলার। আগের অর্থবছরের জুন মাসের তুলনায় রপ্তানি বেড়েছে ৩৭ দশমিক ১৯ শতাংশ।

সূত্র : বাসস

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।