নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। ভোর ৫:০৮। ১৬ সেপ্টেম্বর, ২০২৫।

সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ-বাস্তবায়নে সচিবদের নির্দেশ প্রধান উপদেষ্টার

সেপ্টেম্বর ৪, ২০২৪ ৫:০৯
Link Copied!

অনলাইন ডেস্ক : সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নে এগিয়ে যেতে সচিবদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত ও দুর্নীতির মূলোৎপাটন করতে বলেছেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবদের নিয়ে বৈঠক করেন প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকে এসব নির্দেশ দেন তিনি।

আরও পড়ুনঃ  জাকসু নির্বাচন, শহীদ রফিক-জব্বার হল সংসদের ভিপি মেহেদি, জিএস শরিফুল

আজকের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস যেসব নির্দেশনা দিয়েছেন, তার একটি ব্রিফ পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্দেশনাগুলো হলো-

সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ প্রদান; সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে; জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।

আরও পড়ুনঃ  ‌‌‘তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না’

নতুন বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে, চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে; দুর্নীতির মূলোৎপাটন করে, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে; সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে; সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দুর করতে হবে।

আরও পড়ুনঃ  আনন্দে ঝলমল করছে পশ্চিমবঙ্গ, দুর্গাপূজার আগেই ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ

সৃষ্টিশীল, নাগরিক-বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয়/বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা দাখিল করবে, যা নিয়মিত মূল্যায়ন/পরিবীক্ষণ করা হবে। এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।