নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৮:৩২। ৪ জুলাই, ২০২৫।

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

মার্চ ২৪, ২০২৩ ৮:৩৩
Link Copied!

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল পাঁচ মাসেও প্রকাশ না করায় বিভাগের সভাপতির কক্ষসহ বিভিন্ন কক্ষে তালা দিয়ে অনশনে বসেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের চতুর্থ তলায় বিভাগের সামনে ছয় দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সেশনজটের কারণে অনেক পিছিয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। ২০১৯-২০ শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় সেমিস্টার পরীক্ষা শেষ করে চতুর্থ সেমিস্টারে ক্লাস করছেন এবং অনেক বিভাগের শিক্ষার্থী চতুর্থ সেমিস্টার শেষ করে পঞ্চম সেমিস্টারে উঠে ক্লাস করছেন। এদিকে আন্তর্জাতিক সম্পর্কে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের গত নভেম্বরে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হয় এবং গত ৬ মার্চ তাদের তৃতীয় সেমিস্টার হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা দেওয়ার পাঁচ মাস পার হলেও এখনো তাদের ফলাফল প্রকাশ করেনি বিভাগ। এতে তৃতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না বিভাগের শিক্ষার্থীরা। অতি দ্রæত পরীক্ষার দাবিতে বিভিন্ন কক্ষে তালা দিয়ে বিভাগের সামমে অনশনে বসেছেন তারা।

আরও পড়ুনঃ  এসএসসির ফল প্রকাশের জন্য প্রস্তুত, অনুমোদন মিললেই ঘোষণা

এ সময় শিক্ষার্থীরা ছয় দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো- দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশপূর্বক তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা ঈদুল ফিতরের পূর্বে সম্পন্ন করতে হবে, পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে, নোটিশের নামে ভাওতাবাজি বন্ধ করতে হবে, ছয় মাসের সেমিস্টার তিন মাসে শেষ করতে হবে, সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, বিভাগের আমলাতান্ত্রিক জটিলতা ও শিক্ষার্থীদের হয়রানি নিরসন করতে হবে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যূত্থান শহীদদেরা আমাদের প্রেরণা: অধ্যাপক মুজিবুর রহমান

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুয়াজ্জিন শিকদার বলেন, আমরা এখনো তৃতীয় সেমিস্টার শেষ করতে পারিনি। আমাদের বন্ধু-বান্ধবরা চতুর্থ সেমিস্টার শেষ করে ফেলেছে। আমরা এখন বাঁচার দাবি নিয়ে এখানে এসেছি। আমরা বারবার বিভাগের শিক্ষকদের কাছে গিয়েছি, কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু কোনো সমাধান করার চেষ্টা করেননি। আমার অনেক বন্ধু সুইসাইডের সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে। তারা যদি কেউ সুইসাইড করে এর দায়ভার কে নেবে? আমরা ছয় দফা দাবি নিয়ে এখানে এসেছি।

এ বিষয়ে বিভাগের শিক্ষার্থী ফারজানা হৃদি বলেন, আমরা ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। আমাদের ২০২৩ সালে অনার্স শেষ হওয়ার কথা থাকলেও এখনো আমরা প্রথম বর্ষেই আছি। আমাদের জীবন নিয়ে এখন দুশ্চিন্তায় আছি। এ সমস্যা সমাধানের জন্যে আমরা এখানে অবস্থান নিয়েছি। সমাধান না হওয়া পর্যন্ত আমরা অনশন থেকে উঠব না।

আরও পড়ুনঃ  বাগমারায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সায়েদ মো.আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, আমি সকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং দু-তিন দিনের মধ্যে তাদের ফলাফল প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করেছি। কিন্তু এখন নাকি তারা বিভাগের সামনে অনশনে বসেছে। বিভাগে গিয়ে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।