নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১১:২৫। ৫ জুলাই, ২০২৫।

সংঘর্ষ এড়াতে পাশ কাটাতে গিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, আহত ১০

সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৬:৫৯
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে পাশ কাটাতে গিয়ে ধাক্কা লেগে আরেকটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ে গেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের সদর উপজেলার পুরানাপৈল বনখুঁর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই

আহত ব্যক্তিরা হলেন, দিনাজপুরের বিরামপুর দক্ষিণ দাওয়াতপুর গ্রামের আরিফুল (১৮), আব্দুল আহাদ (২৩), পাঁচবিবির নাকুড়গাছি এলাকার আলেয়া (৬০), মাস্টাপাড়া মহল্লার লিটন (৪৩), পাঁচবিবির নাহিদা আক্তার (৪৫), কুয়াতপুর এলাকার সানোয়ার (৪০), দেলোয়ার হোসেন (২৭), সদরের শান্তিনগর মহল্লার জান্নাতুল ফেরদৌস (২৪), সদরের শিমুলতলী এলাকার হালিমা (৩৫), হাবিবা (৩)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচবিবি হতে এবি ট্রাভেলসের একটি বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সৌমিক ট্রাভেলসের আরেকটি বাস আসছিল। বনখুঁর এলাকায় এসে দুই বাসে সংঘর্ষের সম্ভবনা দেখা দেয়। এ সময় এবি ট্রাভেলস বাসের ড্রাইভার দ্রুত পাশ কাটানোর সময় ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট ও পাঁচবিবি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উল্টো রথে শেষ হলো রথযাত্রা উৎসব

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুকুরে পড়ে যাওয়া বাসটি উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।