নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ৯:৪৬। ১০ মে, ২০২৫।

শিশু ধর্ষণের ৯ মাস পর আসামি গ্রেপ্তার

নভেম্বর ২১, ২০২২ ৬:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মির্জাপুর এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ৯ মাস পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম আশরাফ আলী (২৫)।

মির্জাপুর এলাকায় তার বাড়ি। সোমবার সকালে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপপুর থেকে আশরাফকে গ্রেপ্তার করে।

শিশুটির পরিবার জানিয়েছে, আগে তারা আশরাফ আলীর বাড়িতে ভাড়া থাকতেন। নয়মাস আগে ওই বাড়িতেই সাড়ে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণ করে আশরাফ। তখন মির্জাপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ধীরে ধীরে মেয়েটির নানা শারীরীক সমস্যা শুরু হয়। সম্প্রতি তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। পরে ওসিসি থেকেই পুলিশকে চাপ দেওয়া হয় এ ঘটনায় মামলা করার জন্য। সপ্তাহখানেক আগে মামলা নেয় পুলিশ।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, আগের ঘটনা তিনি জানতেন না। ওসিসি থেকে ঘটনা জেনেই মামলা নিয়েছেন। আসামিও গ্রেপ্তার হয়েছে। সোমবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।