নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সন্ধ্যা ৬:৩৯। ১২ জুলাই, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

অক্টোবর ১০, ২০২৪ ৫:০৭
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদরে গণপিটুনিতে মিজানুর রহমান মিজু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান মিজুর বাড়ি শিমুলতলা গ্রামে। তার বাবার নাম তরিকুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিজু নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় এক মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনকে হাসুয়া দিয়ে কোপ দেন। স্থানীয়রা তাকে রক্ষায় এগিয়ে আসলে আহত হন একই গ্রামের হারুনুর রশিদ। পরে তারা মিজুকে ধরে গণপিটুনি দিলে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  মান্দায় সরকারি সম্পত্তি উদ্ধারসহ ইউএনওর সাফল্য

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া বলেন, মিজু দীর্ঘদিন ধরেই মাদক কারবারে জড়িত। সম্প্রতি তার ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ায় স্থানীয় মাদকবিরোধী কমিটির ওপর ক্ষুব্ধ হয় সে। ধারণা করা হচ্ছে, এই কারণে মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনের ওপর হামলা করে সে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে বাবু নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু

তিনি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।