নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৯:৪২। ৯ মে, ২০২৫।

রাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী

মার্চ ২৬, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাবি প্রতিনিধি: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রামাণ্য স্থিরচিত্র প্রদর্শনী। দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘সংস্কৃতায়ন’। স্থিরচিত্র প্রদর্শনী দেখতে ভিড় জমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. এম হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রদর্শনীতে প্রায় ১০০টি ছবি স্থান পেয়েছে। এখানে ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বিজয় দিবস, বঙ্গবন্ধুসহ বিভিন্ন ছবি স্থান পেয়েছে।

জানা যায়, তৎকালীন সময়ে সাংবাদিকদের ক্যামেরায় তোলা ছবিগুলোকে সংরক্ষণ করে এ আয়োজন করেছে সংস্কৃতায়ন সংগঠন। দুই দিনব্যাপী এ আয়োজন রোববার বিকেল ৪টায় শেষ হয়।

এ প্রদর্শনী দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্। তিনি বলেন, এমন আয়োজন বর্তমান সময়ে খুব প্রয়োজন। শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এর মাধ্যমে জানতে পারবে। একজন শিক্ষার্থীকে দেশ সম্পর্কে জানানো এবং সচেতন করা আমাদের দায়িত্ব।

লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান বলেন, সংগ্রাম, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে আমাদের এ আয়োজন। এ চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানকে আরও প্রসারিত করতে পারবে এবং দেশ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে।

আয়োজক কমিটির সদস্য সচিব সুখন সরকার বলেন, শিক্ষার্থীদের ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনা সম্পর্কে জানাতে আমাদের এ আয়োজন। এখানে প্রায় শতাধিক স্থিরচিত্র রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।