নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। বিকাল ৩:১১। ১০ মে, ২০২৫।

জিরো পয়েন্টে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১

নভেম্বর ১০, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জয়-বাংলা’ স্লোগান দেয় এক তরুণ। উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দৌড়ে পালানোর সময় ধরে ফেলেন ছাত্র-জনতা। পরে তাকে লিশে হস্তান্তর করা হয়।

রোববার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, এ দিন সকাল ১১টার পর থেকে মিছিল নিয়ে গুলিস্তান আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আসতে শুরু করেন বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে তাদের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মারধরের শিকার হন ওই তরুণ। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।