নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৩:০৭। ২৩ অক্টোবর, ২০২৫।

মডেল মসজিদের নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র লিটন

ডিসেম্বর ২, ২০২২ ৬:০৬
Link Copied!

স্টাফ রিপোর্টার রাজশাহী মহানগরীর উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার জুমার নামাজ শেষে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি পরিদর্শন করতে যান তিনি।

এর আগে বায়তুস সালাম উপশহর বড় মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় ১৪ নম্বর ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।