নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। দুপুর ১২:৪৪। ৯ মে, ২০২৫।

রাজশাহীতে যোগ দিলেন নতুন জেলা প্রশাসক

এপ্রিল ৪, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন উপ-সচিব শামীম আহমেদ। মঙ্গলবার (৪ এপ্রিল) বিদায়ী জেলা প্রশাসক আব্দুল জলিলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। শামীম আহমেদ রাজশাহীর ১২৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হকসহ জেলার সব উপজেলার ইউএনও, এসিল্যান্ড এবং জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে রাজশাহী জেলা প্রশাসকের দায়িত্ব থাকা আব্দুল জলিলকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপ-সচিব এবং নাটোরের জেলা প্রশাসককে রাজশাহীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শামীম আহমেদ এর আগে নাটোরের জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।