নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ৯:১০। ৩ জুলাই, ২০২৫।

ঝুঁকিতে দুই হাজার দোকান

এপ্রিল ৫, ২০২৩ ৪:৪৮
Link Copied!

স্টাফ রিপোর্টার: এক ছাদের নিচেই মুদি দোকান, কাপড়ের দোকান থেকে শুরু করে কসমেটিকস পর্যন্ত সবই আছে। শুধু নেই আলো-বাতাস ঢোকার পরিবেশ। যদি আগুন লাগে তাহলে ধোয়া বের হওয়ারও জায়গা নেই। দমকল বাহিনীর গাড়ি ঢোকার পথ নেই, আশপাশে নেই পানির আধার। অগ্নিকাণ্ডের চরম ঝুঁকি নিয়েই চলছে রাজশাহীর সাহেববাজারের আরডিএ মার্কেট।

ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, এমনকি মার্কেটটির নির্মাণকারী সংস্থা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষও (আরডিএ) মনে করে, এখানে চরম ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। ঝুঁকি বিবেচনা করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মার্কেটটি ভেঙে ফেলার সুপারিশ করেছে। কিন্তু এখানে কোন ঝুঁকি আছে, তা মানতেই চান না ব্যবসায়ীরা। তারা এই মার্কেট ভাঙার বিপক্ষে মত দিয়ে আসছেন। ফলে মার্কেকটি ভাঙা হচ্ছে না।

নগরীর সাহেববাজার এলাকায় অনেক আগেই রাস্তার পাশে নানা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। ১৯৮৬-৮৭ সালের দিকে সড়ক সম্প্রসারণের কারণে ব্যবসায়ীরা উচ্ছেদ হন। তখন সড়কের পাশেই মার্কেট বানিয়ে ১৩৭ জন ব্যবসায়ীকে পুনর্বাসন করে আরডিএ। এ জন্য এটি ‘আরডিএ মার্কেট’ নামেই পরিচিত। তিনতলা এ মার্কেটে এখন দোকানের সংখ্যা দুই হাজারের বেশি। কেনাকাটার জন্য নগরীর মধ্যবিত্তদের প্রথম পছন্দ আরডিএ মার্কেট। যে কোন উৎসবের আগে মার্কেটের ভেতরে ভিড়ের কারণে পা ফেলার জায়গা থাকে না।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ৭

সরেজমিনে দেখা গেছে, সাহেববাজারের প্রধান সড়কের পাশে এ মার্কেটের পরিবেশ খুবই ঘিঞ্জি। মার্কেটের ভেতরের পরিবেশ অনেকটাই অন্ধকারাচ্ছন্ন। এর পূর্ব-পশ্চিম ও দক্ষিণে সরু রাস্তা। এসব রাস্তা দখল করেও ব্যবসা করছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এই তিন দিক দিয়ে দমকল বাহিনীর গাড়িও ঢুকবে না। মার্কেটের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তারের জঞ্জাল অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়িয়েছে অনেক গুণ। তা-ও দিব্যি চলছে বেচাকেনা।

ফায়ার সার্ভিস ২০১৯ সালের এপ্রিলে এই মার্কেটকে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মার্কেটের প্রবেশপথে একটি পোস্টারও সাঁটিয়ে দেওয়া হয়। কিন্তু রাতারাতি গায়েব হয়ে যায় ওই পোস্টার। পরে ২০২০ সালের ডিসেম্বরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে আরডিএ মার্কেট ভেঙে ফেলার সুপারিশ করা হয়। বৈঠকে এই মার্কেট ভেঙে নতুন করে নির্মাণের জন্য সিটি করপোরেশনের সঙ্গে আরডিএকে আলোচনা করতে বলা হয়। এর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কিন্তু ব্যবসায়ীদের বিরোধিতার কারণে এ প্রক্রিয়া এগোয়নি।

আরডিএ কর্তৃক পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এই মার্কেটে তেমন ঝুঁকি নেই। পরিবেশও ঘিঞ্জি না। তবে অগ্নিকাণ্ডের ঝুঁকি একটু আছে মার্কেটের আশপাশ দিয়ে মাকড়সার জালের মতো বৈদ্যুতিক তার টানার কারণে। ৮-৯ বছর আগের তারগুলো অনেক পুরনো হয়ে গেছে। কয়েকদিন আগেও আমরা নেসকোর কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তারগুলো বদলে দেওয়ার জন্য বলেছি।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ৩

মার্কেট ভাঙার পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘এই মার্কেটের বয়স বেশি দিন না। এখনই ভাঙবে কেন? আর ভাঙলে নতুন করে নির্মাণ করতে সময় লাগবে। এতদিন ব্যবসায়ীরা কোথায় ব্যবসা করবে? আমাদের কোথায় পুনর্বাসন করা হবে? মার্কেট ভাঙার বিষয়ে আলোচনা করলে আমরা এই বিষয়গুলো জানিয়েছি। তারপর আর ভাঙার প্রক্রিয়া হয়নি।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, ‘এই মার্কেটের পরিবেশ এতটাই ঘিঞ্জি যে আগুন লাগলে ধোয়া বের হওয়ার মতো জায়গা নেই। একেবারে অপরিকল্পিতভাবে মার্কেটটা করা হয়েছিল। ভবন করার আগে ফায়ার সার্ভিসের অনুমোদন লাগে। কিন্তু এই মার্কেটের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের অনুমোদন নেওয়া হয়েছিল না। মার্কেটের আশপাশে পানির কোন উৎস নেই যা দিয়ে আগুন নেভানো যাবে। ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার জায়গা নেই। মার্কেটে ভেন্টিলেশন নেই, নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থাও নেই। তাই অনেক আগেই আমরা মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছি।’

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনে আদিবাসী ছাত্র সংগঠনের ৪ দফা প্রস্তাবনা

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. নূর ইসলাম বলেন, ‘মার্কেটটি যে ঝুঁকিপূর্ণ সেটা আমরাও মনে করি। ভেতরে খাচার মতো পরিবেশ। আগুন না লাগলেও মানুষের শ^াসকষ্ট হয়। আর আগুন লাগলে ব্যবসায়ীদের মালামাল যেমন পুড়বে, তেমনি অনেক মানুষের প্রাণহানিরও ঝুঁকি আছে। তাই এটি ভেঙে ফেলার ব্যাপারে আমরাও একমত।’

তিনি জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মার্কেটটি ভেঙে ফেলার সুপারিশ করলে আরডিএ চেয়ারম্যান সিটি মেয়রের সঙ্গে আলোচনায় বসেছিলেন। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও এটি ভেঙে ফেলার পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু পরে আরডিএ এগোতে পারেনি।

এ বিষয়ে কথা বলতে আরডিএ চেয়ারম্যান মো. জিয়াউল হককে ফোন করা হলে তিনি ধরেননি। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি। আরডিএ’র তথ্য প্রদানকারী কর্মকর্তা রাহেনুল ইসলাম রনি বলেছেন, এ বিষয়ে কাজ চলছে। মার্কেটটি ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনা আছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।