নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। দুপুর ১২:২১। ৯ মে, ২০২৫।

আবার সেরা রামেক হাসপাতাল

এপ্রিল ৯, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: সেবার মানে দুই বছর পর আবারো দেশসেরা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। গত রোববার স্বাস্থ্য অধিদপ্তর তার অধীনস্থ হাসপাতারগুলোর মূল্যায়নের সূচক প্রকাশ করেছে। এ সূচকে প্রথম রামেক হাসপাতাল। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহাম্মদ।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশে মোট ১৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। হাসপাতালের সেবা ও অন্যান্য মানদণ্ড বিবেচনা করে র‌্যাংকিং নির্ধারণ করা হয়। এতে এবার প্রথম হয়েছে রামেক হাসপাতাল। এ সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল। আর তৃতীয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে অধিদপ্তরের ওয়েবসাইটেও এ সূচকের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, অধিদপ্তরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখা এ মূল্যায়ন করে থাকে। এর আগে প্রতিষ্ঠার পর ২০২০ সালে করোনার সময় প্রথমবারের মতো এ হাসপাতাল দেশ সেরা হয়েছিল। এর স্বীকৃতি হিসেবে পেয়েছিল ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’। এর দুই বছর পর উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এ হাসপাতালটি আবার দেশসেরা হলো।

রামেক হাসপাতালে এখন শয্যার সংখ্যা ১ হাজার ২০০। রোগী থাকেন এর দ্বিগুণেরও বেশি। রাজশাহী বিভাগ ছাড়াও রংপুর ও খুলনা বিভাগের রোগীরা এখানে সেবা নেন। রোগী ভর্তি নেওয়ার পাশাপাশি বহির্বিভাগেও সেবা দেওয়া হয়। ২০২২ সালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মূল্যায়ন প্রক্রিয়ায় (ফ্যাসিলিটি স্কোরিং) মোট ৮০ স্কোরের মধ্যে রামেক হাসপাতালের প্রাপ্ত স্কোর ৬৩ দশমিক ৭৫।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।