নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৯:১৭। ৯ মে, ২০২৫।

রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল

এপ্রিল ১৩, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ৩টায় রাজশাহীতে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তাকে তীব্র তাপপ্রাবহ হিসেবে ধরা হয়। সে অনুযায়ী রাজশাহীতে এখন তীব্র তাপপ্রবাহ চলছে।

আবহাওয়া অফিসের হিসাবে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যের তাপমাত্রাকে ধরা হয় মাঝারি তাপপ্রবাহ হিসেবে। আর ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে তা তীব্র তাপপ্রবাহ।

রাজশাহীতে এক সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিনই দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে। প্রতিদিনই ভেঙেছে আগের দিনের রেকর্ড এবং এটিই হয়েছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। গত পাঁচদিন ধরে রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ চলছিল। বৃহস্পতিবার তা তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম জানান, বৃহস্পতিবার ভোর ৬টায় রাজশাহীর তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপপ্রবাহের কারণে সূর্য ওঠার পরই রাজশাহীর পথঘাট তেঁতে উঠছে। পদ্মার ধু ধু বালুচর থেকে উড়ে আসছে তপ্ত হাওয়া। এমন আবহাওয়ায় সহজেই ক্লান্ত হয়ে উঠছেন মানুষ। প্রখর রোদ মাথায় নিয়ে মাঠে কাজ করছেন কৃষক। অন্যদিকে এই উত্তাপের মধ্যেও ঈদের বাজারের দিকে ছুটছে মানুষ। তবে গরমের কারণে কেনাকাটা করে স্বস্তি পাচ্ছেন না কেউ।

আবহাওয়া দপ্তরেও নেই স্বস্তির খবর। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সারাদেশেই দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।