নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:২৭। ২১ আগস্ট, ২০২৫।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাতভর অভিযান

জানুয়ারি ৪, ২০২৫ ২:০৭
Link Copied!

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাতভর অভিযান চালিয়ে ফিটনেস ও লাইসেন্স বিহীন এবং বেপরোয়া গতিতে যান চলাচলের অপরাধে বিভিন্ন যানবহানের বিরুদ্ধে ৫০টি মামলা, ২ লাখ টাকা জরিমানা এবং ৪টি যাত্রীবাহী বাস ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত বেপরোয়া যান চলাচল রোধে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত অভিযান চালায় হাইওয়ে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও থানা পুলিশ।

আরও পড়ুনঃ  ‘নতুন কুঁড়ি’ নতুন প্রজন্মের প্রতিভার বিকাশ ঘটাবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা থেকে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়ার নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়। শনিবার ভোর ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়েতে এ অভিযান চলে। রাতভর এ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫০টি মামলা দায়ের করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কোনো প্রকার কাগজপত্র না থাকার অপরাধে শ্যামলী, এনা, হানিফ ও অন্তরা পরিবহনের ৪টি যাত্রীবাহী বাস ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এ সময় বাসের যাত্রীদের অন্য বাসযোগে গন্তব্যে পৌছানোর ব্যবস্থা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।