নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৪:৫৪। ১৫ আগস্ট, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়া আপাতত বন্ধ

জানুয়ারি ৮, ২০২৫ ৮:৪৪
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে তৃতীয়বারের মতো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখবে বলে সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান।

গোলাম কিবরিয়া বলেন, দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, দুই দেশের নাগরিকেরা যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে, সেদিকেও খেয়াল রাখা হবে বলে বৈঠকে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  রাজধানীতে ‘ধাক্কামারা’ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার

এর আগে গত রোববার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি। পরবর্তীকালে মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেওয়া হয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আজ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।