নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। ভোর ৫:০৮। ১৫ আগস্ট, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

জানুয়ারি ১১, ২০২৫ ৯:৩৬
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। আহত শহিদুল ইসলাম (২২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া ভারতের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম শিবগঞ্জের বাগিচাপাড়ার আনারুল ইসমালের ছেলে। আহতের বিষয়টি চাঁপাইনবাবগঞ্জের-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া নিশ্চিত করেন। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় আহত শহিদুল ইসলাম সোনামসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন। তার বুকে গুলি লাগে। শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২নং ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, তার বুকের ডান পাশে গুলি লেগেছে। তার অস্ত্রোপচারের জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।