নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সন্ধ্যা ৭:৪১। ১৮ সেপ্টেম্বর, ২০২৫।

হুঁশ নেই সানি লিওনের!

এপ্রিল ২৯, ২০২৩ ৯:৫৮
Link Copied!

বিনোদন ডেস্ক : ফ্যাশন দেখাতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ জিনিস হারাতে বসেছিলেন সানি লিওন। দুবাইয়ে একটি ফ্যাশন শোয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই ঘটান এই ঘটনা।

পরনে গ্লিটার সাদা রঙের পোশাক, হাই থাই স্লিট পোশাকে দারুণ লাগছিল সানিকে। একসঙ্গে অনেক জিনিস হাতে করে বহন করছিলেন তিনি। ব্যাগ ছিল সঙ্গে। ভুলবশতই হাত থেকে ফেলে দিলেন একটি জিনিস। আর তাতেই সানিকে অন্যমনস্ক বলছেন বেশিরভাগ।

আরও পড়ুনঃ  অভিনেতাকে নিয়ে আনুশকা-প্রিয়াঙ্কার তর্কাতর্কি

দরজা দিয়ে ঢুকতে গিয়েই নিজের জরুরি কার্ড ফেলে দিলেন মাটিতে। কিন্তু সেটা বুঝতেও পারলেন না। পাশের ব্যক্তি যদি কার্ড তুলে না দিতেন, তাহলে খেয়ালেও আসত না সানির।

আরও পড়ুনঃ  এবার শাড়িতে রাঙিয়ে দিলেন রোজা

নিজের মতোই গেট দিয়ে ঢুকে আসছিলেন তিনি। সানিকে ক্রেডিট কার্ড তুলে দেওয়া ব্যক্তিকে ধন্যবাদ দিলেন অনেকেই।

উল্লেখ্য, ক্যামেরা লক্ষ্য করতে গিয়েই এই কাণ্ড ঘটান সানি। শুধু তাই নয়, তার এই বে আক্কেলে ভাব দেখে হেসে যাচ্ছেন স্বামী ড্যানিয়েলও। সকলের প্রশ্ন একটাই, কার্ড হারালে কী হতো? আবার কেউ বলছেন…পাশের লোকটি বুঝতেই পেরেছিলেন যে উনি কার্ডটা ফেলবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।