নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৩:৩৭। ১ জুলাই, ২০২৫।

বাঘা থেকে হংকং ও ইতালিতে আমের প্রথম চালান

মে ৫, ২০২৩ ২:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলা থেকে ৪৪০ কেজি আমের প্রথম চালান হংকং ও ইতালিতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) গাছ থেকে আম নামিয়ে প্যাকেজিং করে ঢাকার আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে এই আম পাঠানো হচ্ছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের আম উৎপাদনকারী প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম ছানা বলেন, এটা গুটি প্রজাতির আমের এবার এই প্রথম হংকং ও ইতালি যাচ্ছে। এটি আগাম জাতের আম। খেতেও খুব ভালো এবং স্বাদের। এ আম স্থানীয় হিসেবে চাহিদা বেশি। প্রথম হিসেবে ৩০০ কেজি ইতালি এবং ৭০ কেজি পাকা ও ৭০ কেজি কাচা আম হংকং এ রফতানি করা হয়েছে। এছাড়া ঢাকা সুপারসপ ইউনিস্মার্ট মার্কেটে আম পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ছুটে গেলেন রিয়া মনি, হিরো আলমকে জড়িয়ে ধরলেন বুকে

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এ আম দেশি গুটি জাতের চোষা আম। এ আম রপ্তানির জন্য বেশ ভালো। খেতেও খুব সুস্বাদু। শুরুতে গুটি জাতের আম ইতালিতে প্রেরণ করা হয়েছে। আশা করছি, আগামীতে আরও রপ্তানি করতে পারবো। তবে এ বছর হেক্টর প্রতি ১৩ দশমিক ২০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার প্রবেশ নিয়ে বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদ

এদিকে জাতভেদে গুটি আম গাছ থেকে নামানো শুরু হবে ৪ মে, গোপালভোগ ১৫ মে, লক্ষ্মণভোগ ,লখনা, রাণী পছন্দ ২০ মে, হিমসাগর অর্থাৎ খিরসাপাত ২৫ মে, ল্যাংড়া ৬ জুন, আপালী ও ফজলি ১৫ জুন, আরশিনা ও বারী-৪ ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই, ইলামতি ২০ অগাস্ট, কাঠিমন ও বারি-১১ সারা বছর সংগ্রহ করা যাবে।
এ বিষয়ে ৩ মে আম ব্যবসায়ী, কুরিয়ার সার্ভিস প্রতিনিধি, ফল গবেষণা প্রতিনিধি এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে আয়োজিম এক সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, চলতি মৌসুমে আম ৪০ কেজিতে মণ হবে। এ বিষয়ে ইউএনও ও ওসি বলে রাখবো। কোথাও বেশি ওজনে আমের মণ হবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।