কামাল বারি
বেদনাবিধুর বহু গেয়েছি—
পেয়েছি কি সংবেদনী চোখের দৃষ্টি?…
চাপা ক্ষোভ কান্নায় দ্রোহী আগুন হয়েছে—
কেউ কি দেখেছে?…
ক্ষরণে ক্ষরণে আপন আয়োজন হনন করেছি
নিজেরই হাতে!
এনেছে কি কেউ বিন্দু ইন্দুছোঁয়া?…
বহু শতাব্দী ধরে অসুস্থ মুখের আর্তী দেখেছি—
বহু শতাব্দী ধরে ভোর জেগে দেখলাম—
একই সড়ক ধরে হেঁটে যেতে বহুমুখী বিদ্যালয়গামী শিশুদের…
একই সাথে শ্রমিকের পা…
কুকুর কুণ্ডুলি পাকিয়ে শুয়ে থাকে শ্বেতক্যানভাসে!
পরিচ্ছন্ন-কর্মীরা রাজধানীর নান্দনিকতায়
কীইবা পারে…!
বর্জ্যদানি উপচে পড়ে…!
বাতাস ভারী করে ময়লার গাড়ি উড়ে যায়…!
হায়, সকালের সৌরভরা রোদে আমি তো সমগ্র ফুলের সুরভিত দোল চেয়েছি…!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।