ঢাকা সকাল ১০:১৫। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

৫৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

subadmin
মার্চ ২৫, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ৫৫ তম মহান স্বাধীনতা দিবস উদযাপনের অপেক্ষায় পুরো দেশ। আগামীকাল বুধবার (২৬ মার্চ) দিবসটিকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধে দেখা যাবে লাখো মানুষের ঢল। শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে বেদী। বরাবরের মত এবারও পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

এরইমধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করতে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কার্যক্রম সম্পন্ন করেছি। পুরোপুরি প্রস্তুত রয়েছে জাতীয় স্মৃতিসৌধ।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এছাড়া ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মূল যে বেদী দুটি সেক্টর, পুরোটা আমরা নিরাপত্তা দেব। যারা দায়িত্বে থাকবেন তারা প্রশিক্ষণপ্রাপ্ত।

রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলী ও বিদেশি কূটনীতিকসহ ভিভিআইপিরা শ্রদ্ধা নিবেদন শেষে, স্মৃতিসৌধ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।-ইত্তেফাক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০