ঢাকা সকাল ১১:৫৪। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় কৃষক লীগ নেতা নিহত

Asha Mony
মে ২২, ২০২৩ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু (৪৫) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সাইরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল হকও আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইমন মÐল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা কৃষক লীগের সভাপতি তাজবুল হক, সহসভাপতি আব্দুল কুদ্দুস এবং দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু মহানগরীর কোর্ট স্টেশন থেকে একটি অটোরিকশায় চড়ে কাশিয়াডাঙ্গা মোড়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী লিটনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছিলেন। এসময় সাইরগাছা মোড় এলাকায় পেছন থেকে অটোরিকশাটিকে একটি মাইক্রোবাস চাপা দেয়।
এরপর স্থানীয়রা আহত চিনু এবং তাজবুলকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসকরা চিনুকে মৃত ঘোষণা করেন। আর কৃষক লীগ সভাপতি তাজবুল আহত হন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তবে অপর কৃষক লীগ নেতা কুদ্দুস সুস্থ রয়েছেন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ফেলে চালক পালিয়ে গেছেন। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০