নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:৫২। ২ জুলাই, ২০২৫।

প্রাইম এশিয়ার ছাত্র হত্যা, প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার

এপ্রিল ২৩, ২০২৫ ৯:৫১
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (২০) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৩ এপ্রিল) যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩ সদস্যরা। গ্রেপ্তার হওয়া মেহেরাজ ঢাকার বনানী (হাজারীবাড়ী) এলাকার নুরুল ইসলাম সরদারের ছেলে। এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিবিএ এর শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ৩

বুধবার বিকাল ৪টার দিকে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের এরশাদ হোসেন নামে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাল নোটসহ আটক ভুয়া সাংবাদিক শুকুর রানা

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন খবরে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে গ্রেপ্তার করার পরপরই তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

তিনি আরও জানান, এ বিষয়ে র‌্যাব-১ উত্তরা থেকে ব্রিফিং করে বিস্তরিত তথ্য জানানো হবে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।