নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। ভোর ৫:২২। ৪ মে, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

Asha Mony
মে ২৩, ২০২৩ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সে সঙ্গে তাঁকে আরও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মিজানুর রহমান (৪২) জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের আব্দুল মাজিদের ছেলে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম বলেন, ২০২১ সালের ১২ জুলাই চাঁপাইনবাবগঞ্জের নাচোল ধানসুরা মোড় এলাকার পেট্রলপাম্পের সামনে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ দন্ডিত আসামিকে আটক করে।
রবিউল আরও বলেন, পরে র‌্যাব-৫-এর এসআই শ্রীনিবাস মিস্ত্রী বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক আসামি মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে এ রায়ে দন্ডিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।