নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। দুপুর ২:৩৯। ৪ মে, ২০২৫।

পুঠিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Asha Mony
মে ২৪, ২০২৩ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুঁটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
নিহতের প্রতিবেশী শিউলি বেগম বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে আলমগীরকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।