নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। দুপুর ১:৩০। ১৮ সেপ্টেম্বর, ২০২৫।

নগরীতে চোরাই চার্জার ভ্যান ও শ্যালো মেশিনসহ ৩ চোর গ্রেফতার

মে ২৭, ২০২৩ ১২:০০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে চোরাই একটি চার্জার ভ্যান ও শ্যালো মেশিনসহ ৩ চোরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল সাতটার দিকে কপবা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী জেলার মোহনপুর থানার হাটরা গ্রামের মো: আ: জলিলের ছেলে নাসির মন্ডল টাঙ্গাইল জেলার গোপালপুর থানার চক কাশির মো: বাদশা শেখের ছেলে মো: রাব্বি শেখ ওরফে গোলাপ ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার চানপুরের মো: নজরুল ইসলামের ছেলে মো: আবু সাঈদ।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

নগর পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৭ টায় আরনগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূর আলম সিদ্দিকীর নির্দেশে পবা থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের নেতৃত্বে এসআই মো: সাহাবুল ইসলাম ও তার টিম পবা থানার বাগধীন কড়ইতলায় চেক পোস্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ী তল্লাশী করছিল। এসময় একটি ব্যাটারি চালিত ভ্যানে তিনজনকে আসতে দেখে তাদের দাঁড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে তারা চার্জার ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করে পালানোর চেষ্টা করে। এসময় পবা থানা পুলিশ তাদের আটক করে।

আরও পড়ুনঃ  জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের শোক

এরপর তাদেরকে ভ্যান এবং ভ্যানে বহনকৃত শ্যালো মেশিন সর্ম্পকে জিজ্ঞাসা করলে গ্রেফতারকৃতরা জানায়, তারা রাজশাহী জেলার মোহনপুর এলাকা হতে ভ্যান এবং শ্যালো মেশিনটি চুরি নিয়ে যাচ্ছিলো। গ্রেফতারকৃত আসামি মো: নাসিরের বিরুদ্ধে পূর্বেও চুরির মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ২ সাইকেল চোর গ্রেপ্তার

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পবা থানায় একটি চুরির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।