নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১২:৩৯। ১১ মে, ২০২৫।

উত্তরা থেকে মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি গ্রেফতার

মে ১০, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকার উত্তরা থেকে মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের উত্তরা গোয়েন্দা বিভাগ (ডিবি)।

উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বাসস-কে বলেন, শনিবার ভোর সাড়ে তিনটার দিকে উত্তরার তিন নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের একটি বাসা থেকে নার্গিস আক্তারকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নার্গিস আক্তার মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।