বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সরকারি রাস্তার দুই পাশের শোভা বর্ধনকারী ঔষধি নিম গাছগুলো মারা যাচ্ছে অজানা কারণে। যেন দেখার কেউ নেই। গাছগুলো যেমন রাস্তার শোভা বর্ধনকারী তেমনি পথচারীদের জন্য ছায়া প্রদানকারী। শুধু কি তাই ? ঔষধি গুণেভরা এ গাছ প্রকৃতির ডাক্তার হিসেবেও পরিচিত। মুরুব্বীরা বলতেন, একটি নিমের গাছ লাগালেন তো একটি ডাক্তার তৈরি করলেন।
সেই প্রকৃতির ডাক্তার ঔষধি গুণেভরা নিম গাছগুলো নীরবে নিভৃতে মারা যাচ্ছে, যেন কারো কোনো মাথা ব্যথা নেই।
উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যাচ্ছে, পাকা রাস্তার দুই পাশে লাগানো অসংখ্য নিম গাছগুলো দীর্ঘদিন যাবত রাস্তার শোভাবর্ধন করে আসছিল। কিন্তু অজানা কারণে নিম গাছগুলো ধীরে ধীরে সব মারা যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো খবর নেই।
গতকাল সরেজমিনে এই প্রতিবেদক গিয়ে দেখেন, উপজেলার মোহনগঞ্জ হতে তাহেরপুর, মচমইল হতে মাদারিগঞ্জ, মচমইল থেকে কেশরহাট, বাইগাছা থেকে নরদাশ, হাট গাঙ্গোপাড়া হতে দামনাশ বাজার পর্যন্ত এই রাস্তা গুলোর দুই পাশে লাগানো সারি সারি অসংখ্য নিম গাছগুলো মরে সয়লাব হয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে স্থানীয় লোকজনসহ পথচারীর সাথে কথা বললে তারা জানান, ঠিক কি কারণে গাছগুলো মারা যাচ্ছে আমরা কিছুই জানিনা। গাছগুলো কেন মারা যাচ্ছে তার খোঁজ খবর জানতেও এ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো লোকজন এলাকায় আসেননি।
তাঁরা আরো বলেন, আমরা সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান, মেম্বারসহ বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছি কিন্তু তারা এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
সংশ্লিষ্ট এলাকাবাসীর দাবি, খুব দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ যেন এই গাছগুলো রক্ষার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করেন। তাছাড়া যেমন ছায়া হারাবে পথচারী, সৌন্দর্য হারাবে রাস্তা, তেমনি বিঘ্নিত হতে পারে প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল। শুধু কি তাই শত শত এ গাছ গুলো হয়তো হয়ে যাবে কোনো ইট ভাটার জ্বালানি নয়তো কারো ঘরে রান্নার জ্বালানি। ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ আর অর্থ হারাবে বন বিভাগ। তাই এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।
এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী বন বিভাগের কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলেও তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়, ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।