নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১০:০৩। ১৪ মে, ২০২৫।

দূর্গাপুরে চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার প্রধান আসামী আলামিনসহ ৫ জনকে কক্সবাজার থেকে গ্রেফতার

মে ১১, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৫, সিপিএসসির একটি অভিযানিক দল রোববার (১১ মে) ভোর ৪ টায় কক্সবাজার সদর থানার সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজশাহীর দূর্গাপুরে পরকীয়া সম্পর্কের জের ধরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।

ধৃত আসামীরা হলো দুর্গাপুর থানার তরিপতপুর এলাকার মৃত আজহারের ছেলে আলামিন (৩৫), আরফান আলীর ছেলে শহিদুল ইসলাম (২৫), মৃত আজির উদ্দিনের ছেলে শাহাবুর (৩০), গবির উদ্দিনের ছেলে রিপন (২৫), এবং মেহের আলীর ছেলে মেহেদী হাসান ওরফে বাটুল (২২)।

বিজ্ঞপ্তি ঘটনা সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল জনৈক ইসমাঈলের বাড়িতে পরকীয়া সম্পর্কের জের ধরে মোছা. মৌ (৩০) নামের একটি মেয়ে আসে। ঘটনার বিষয় নিয়ে নিহত ভিকটিম এর গ্রামস্থ জনৈক সালাম এর বাড়িতে সালিশের ব্যবস্থা হলে এজাহারনামীয় আসামীগণ ওই বাড়িতে এসে তাদের আধিপত্য বিস্তার করানোর জন্য নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে চায়। তখন নিহত ভিকটিমের গ্রামের লোকজন উক্ত বিষয় নিয়ে তাদের নাক গলাতে নিষেধ করে। এ বিষয় নিয়ে আসামীগণ নিহত ভিকটিমের গ্রামের লোকজনের উপর ক্ষিপ্ত হয়।

আরও পড়ুনঃ  চীনা যুদ্ধবিমানে রাফাল কুপোকাত, প্রযুক্তি ও মিসাইলে নজর কাড়ছে চীন

বিরোধে জের ধরে ১৪ এপ্রিল রাত অনুমান ৮:৩০ মিনিটে দূর্গাপুর থানার আমচত্বর মোড়ে আসামীগণ পূর্বপরিকল্পিতভাবে হাতে চাইনিজ কুড়াল, হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মকবুল হোসেন সহ গ্রামের লোকজনের উপর অতর্কিত হামলা করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ম

আরও পড়ুনঃ  গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কবুল আসামীদেরকে বাধা দিলে আসামীরা তাদের হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে তার মাথার ডান পার্শ্ব আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। মকবুলকে গ্রামের অন্যান্য লোকজন বাঁচাতে গেলে তাদেরকেও বিভিন্ন ভাবে রক্তাক্ত কাটা জখম করে।

পরবর্তীতে মকবুল ও অন্যাদের অবস্থা বেগতিক দেখে আসামীগণ দ্রুত পালিয়ে যায়। ভিকটিম মকবুল এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুনঃ  নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি শুরু

এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মর্মান্তিক এই ঘটনা টি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপকভাবে সাড়া ফেলে। এই ঘটনায় দূর্গাপুর থানায় নিহত ভিকটিম এর স্ত্রী বাদী একটি হত্যা মামলা দায়ের করে।

আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীরা সুকৌশলে নিজেদেরকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রাখে। আসামীদের গ্রেফতারে এলাকায় মানববন্ধন ও জনসাধারণে ব্যাপক বিক্ষোভ হয়।
আসামীদেরকে রাজশাহী জেলার দূর্গাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।