নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:১৫। ১৪ মে, ২০২৫।

বাগমারায় স্বর্ণ ব্যবসায়ী দম্পতিকে কুপিয়ে বাসায় লুটপাট

মে ১৩, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাগমারা (হাটগাঙ্গোপাড়া) প্রাতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় বাসায় ঢুকে এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে ডাকাতরা। এ সময় তারা ওই বাসা থেকে টাকাপয়সা ও সোনা-দানা লুট করেছে বলে জানিয়েছেন আহত ব্যক্তিদের স্বজনরা।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন দামনাশ গ্রামের বাসিন্দা খোকন চন্দ্র (৪০) ও তাঁর স্ত্রী দীপ্তি রানী (৩২)। দামনাশ বাজারে খোকনের একটি জুয়েলারী দোকান আছে।

ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার করে দম্পতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও আহত ব্যক্তিদের স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোর সাড়ে চারটার দিকে পাঁচ-ছয়জনের একটি ডাকাতদল প্রথমে দামনাশ গ্রামের ব্যবসায়ী খোকন চন্দ্রের একতলা পাকা বাড়ির ছাদে ওঠে। পরে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নিচে নামে।
এরপর তারা বাড়ির চারটি কক্ষের তিনটিতেই বাইরে থেকে ছিটকিনি বন্ধ করে দেয়। এসব ঘরে ঐ ব্যবসায়ীর মা, সন্তান ও স্বজনেরা থাকেন। পরে ডাকাতরা ব্যবসায়ীর শয়নকক্ষে ঢোকে। এ সময় তারা স্বামী-স্ত্রীকে ঘুম থেকে তুলে আলমারি ও সিন্দুকের চাবি চায়। একপর্যায়ে তারা সোনা ও অর্থ লুট করতে থাকে।

আরও পড়ুনঃ  পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

এ সময় খোকন চন্দ্র ও দীপ্তি রানী বাধা দিলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করে। ঘরে থাকা স্বর্ণ ও অন্যান্য মালামাল নিয়ে চলে যায় তারা। পরে আহত ব্যক্তিদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  ভারতে পাল্টা হামলা শুরু করল পাকিস্তান

আহত খোকনের শ্যালিকা প্রথম আলোকে বলেন, ডাকাতরা বাড়িতে থাকা স্বর্ণ, অর্থ ও একটি মোটরসাইকেল নিয়ে চলে গেছে। খোকন চন্দ্রের মা পুষ্পা রানী (৭১) বলেন, তাঁর ঘরে ডাকাতরা বাইরে থেকে ছিটকিনি দিয়ে রেখেছিল। ভোরে ছেলে ও ছেলের স্ত্রীর চিৎকারে লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা দস্যুতার উদ্দেশ্যে বাড়িতে ঢুকে স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘরের কোনো মালামাল, টাকা-পয়সা ও সোনা-দানা লুটের প্রমাণ পাওয়া যায়নি। ঘরের ভেতরে থাকা আলমারি ও ড্রয়ার অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তবে একটি মোটরসাইকেল নিয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আহত স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি। পুলিশ তদন্ত করছে। তবে বাজারে থাকা সিন্দুকটিও অক্ষত অবস্থায় দেখা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।