নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১১:৫৪। ৯ মে, ২০২৫।

রাজশাহীর কোর্টে আইনজীবীদের সাথে লিটনের কুশল বিনিময়

মে ২৮, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কোর্টে আইনজীবীদের সাথে কুশল বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার (২৮ মে) দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজশাহীর কোর্টে আইনজীবীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় এডভোকেট‘স বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. ইব্রাহিম হোসেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. একরামুল হক, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোজাফফর হোসেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ ইয়াহিয়া, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মুসাব্বিরুল ইসলাম সহ অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।