নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১২:২৭। ১৫ মে, ২০২৫।

ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মে ১৪, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তথ্যবিবরণী : ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৬ মে এক দিনের সফরে রাজশাহী আসবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি এদিন দুপুরে ১২:৩০টায় রাজশাহী এসে পৌঁছাবেন। এরপর বিকাল ৩:০০টায় রাজশাহী কলেজের সামনে থেকে ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠাতব্য র‌্যালিতে অংশগ্রহণ করবেন। এরপর উপদেষ্টা রাজশাহী কলেজ মিলনায়তনে প্রতিপাদ্য বিষয়ে ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূতি উদ্যাপন কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা : আমবাগান থেকে মরদেহ উদ্ধার

আলোচনা সভা শেষে তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন এবং ঈশ্বরদী নয়া কৃষি কেন্দ্রে রাত্রি যাপন করবেন। পরদিন সকালে ঈশ্বরদী নয়া কৃষি কেন্দ্র হতে সিরাজগঞ্জ-টাঙ্গাইল-গাজীপুর রুটে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।