নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৪:৪৫। ১৫ মে, ২০২৫।

গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৯

মে ১৪, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে বুধবার ইসরাইলি হামলায় কমপক্ষে ২৯ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা’র মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি-কে বলেছেন, ইসরাইলি হামলায় উত্তর গাজার জাবালিয়া এলাকায় ‘কমপক্ষে ২৫ জন শহীদ ও কয়েক ডজন আহত হয়েছেন।’

আরও পড়ুনঃ  চীনা যুদ্ধবিমানে রাফাল কুপোকাত, প্রযুক্তি ও মিসাইলে নজর কাড়ছে চীন

তিনি আরো বলেন, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে বিমান হামলায় আরো চারজন নিহত হয়েছেন।

সংস্থাটির পরিসংখ্যান অনুসারে, গত সোমবার মার্কিন-ইসরাইলি জিম্মি এডান আলেকজান্ডারের মুক্তির সময় বিমান হামলার কিছুক্ষণ বিরতির পর ইসরাইল আবারও খান ইউনিসের একটি হাসপাতালের কাছে হামলা চালায়। ওই হামলায় ২৮ জন নিহত হয়েছে বলে জানায় সংস্থাটি।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে সংলাপ চান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

সরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টা সত্ত্বেও আগামী দিনগুলোতে সেনাবাহিনী ‘পূর্ণ শক্তি নিয়ে’ গাজায় প্রবেশ করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।