নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। বিকাল ৫:৪৩। ১৬ মে, ২০২৫।

জুলাই থেকে ইন্টারনেটের দাম কমবে ২০ শতাংশ

মে ১৬, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি বছরের ১ জুলাই থেকে আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী) এবং আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

আরও পড়ুনঃ  ফরিদপুরের ইসমাইল হত্যার আসামি রাজশাহীতে গ্রেফতার

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ‘আগামী ১ জুলাই থেকে আইএসপি ও আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমানো হবে। পরে এই প্রভাব গ্রাহক পর্যায়েও পড়বে। মোবাইল অপারেটরদেরও এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুনঃ  জবি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ শুরু

তিনি আরও বলেন, ‘আমরা চাই নাগরিকরা কম দামে মানসম্পন্ন ইন্টারনেট সেবা গ্রহণ করুক।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।