নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ৪:০২। ১৭ মে, ২০২৫।

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী’র দাফন সম্পন্ন

মে ১৬, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার পিন্ডিরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মন্ডলকে (৮০) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে বদলগাছী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি সালাম গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মন্ডল এর মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আ.লীগের পতন: আব্দুস সালাম

বদলগাছী থানার নেতৃত্বে জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন করা হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডি. এম. এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমূখ।

আরও পড়ুনঃ  বিড়ি শিল্পে শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মন্ডল পিন্ডিরা গ্রামে তার নিজ বাসভবনে বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৬ টার দিকে মৃত্যুবরণ করেন। মরহুম ইউনুছ আলী মন্ডল স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যা’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।