নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ২:০৮। ১৭ মে, ২০২৫।

চলন্ত ট্রেনের দরজায় দাড়িয়ে ছিল যাত্রী, পড়ে পা বিচ্ছিন্ন

মে ১৬, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে রাহাত আলী (২৪) নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার করিমপুর রেলগেট এলাকায় রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত রাহাত আলী পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর গ্রামের করম আলীর ছেলে।

আরও পড়ুনঃ  আজও ঢাকার দুই স্থানে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

জানা গেছে, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। চলন্ত অবস্থায় হঠাৎ ব্যালান্স হারিয়ে নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা : আমবাগান থেকে মরদেহ উদ্ধার

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, সচেতনতাই এ ধরনের দুর্ঘটনা রোধের একমাত্র উপায়।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনের দরজার কাছে দাঁড়ানো নিরুৎসাহিত করা হয়। ট্রেন ভ্রমণের সময় যাত্রীদের আরও বেশি সতর্ক থাকা উচিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।