নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১১:৩৩। ২৩ আগস্ট, ২০২৫।

নগরীর ১৫নং ওয়ার্ড বিএনপি কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মে ১৭, ২০২৫ ১:২৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড এর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টায় নগরীর শাহমখদুম থানা এলাকার সপুরা শাহী মসজিদ সংলগ্ন সড়কে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শাহমখদুম থানা বিএনপির আহবায়ক সুমন সরদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা।

আরও পড়ুনঃ  পাওয়ার হিটিং শেখার জন্য প্রো-ভেলোসিটি ব্যাট কতটা কাজে দেয়

কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুর রহমান মন্টু, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মীর তারেক প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা বলেন, ‘আমরা গত প্রায় দেড় যুগ ধরে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের প্রেক্ষীতেই ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন আমরা আমরা শেখ হাসিনার বিচার চাই। এটা আইনী প্রক্রিয়া তাই দীর্ঘ সময় লাগবে। তবে শেখ হাসিনার বিচারের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নাই। সংস্কারের নাম করে কোনও অবস্থাতেই নির্বাচনী ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই।‘

আরও পড়ুনঃ  গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান

এসময় প্রধান বক্তা রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ বলেন, ‘দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনতে সক্ষম হবে এবং নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে।‘
কর্মী সম্মেলনে নগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।