নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। ভোর ৫:০৮। ১৮ মে, ২০২৫।

রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

মে ১৭, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ১৬ মে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কালিদীঘি কৃষ্ণবাটি গ্রাম হতে বিকাল সাড়ে ৪ টায় একজন মাদককারবারিকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: আতাবুর রহমান (৪৫)। মো: আতাবুর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মো: মাহাবুর আলম ও ফোর্স-সহ গত ১৬ মে দুপুর ৩:৪৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বসন্তপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামস্থ অভিযুক্তের বসতবাড়ির মেইনে গেইটের সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মো: মাহাবুব আলম ও ফোর্স-সহ গত ১৬ মে বিকাল ৪ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে বিকাল ৪:২০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: আতাবুর রহমানের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  চিফ প্রসিকিউটরের সঙ্গে মার্কিন সংস্থার দুই কর্মকর্তার সাক্ষাৎ

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।