নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৪:১৭। ১৮ মে, ২০২৫।

মার্কিন পণ্যের ওপর শতভাগ শুল্ক কমাতে চায় ভারত : ডোনাল্ড ট্রাম্প

মে ১৭, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : মার্কিন পণ্যের ওপর শতভাগ শুল্ক প্রত্যাহার করতে চায় ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো দাবি করেছেন, শীঘ্রই নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সই হবে।

ফক্স নিউজের সাথে একটি সাক্ষাৎকারে ট্রাম্প ভারতকে এমন একটি দেশ হিসেবে তুলে ধরেন যেখানে তিনি মার্কিন রপ্তানির জন্য বাণিজ্য বাধা কমাতে চান।

আরও পড়ুনঃ  বিড়ি শিল্পে শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ট্রাম্প বলেছেন, ‘তারা ব্যবসা করা প্রায় অসম্ভব করে তোলে। আপনি কি জানেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তাদের শুল্কের শতভাগ কমাতে ইচ্ছুক?’

তবে ট্রাম্প বলেছেন, প্রস্তাবিত বাণিজ্য চুক্তির জন্য তিনি ‘তাড়াহুড়ো’ করছেন না।

নয়াদিল্লি থেকে এএফপি এই খবর জানায়।

আরও পড়ুনঃ  নারীর প্রতি সহিংসতা রুখতে সরকার একটি সোশ্যাল ফোর্স গঠন করছে : শারমীন এস মুরশিদ

ডোনাল্ড ট্রাম্পর ভারতকে ‘আক্ষরিক অর্থেই শূন্য শুল্ক’সহ একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার নয়াদিল্লিতে বলেছেন, ‘যেকোনা বাণিজ্য চুক্তি পারস্পরিকভাবে লাভজনক হতে হবে।’

এস জয়শঙ্কর বলেছেন, ‘ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে। এগুলো জটিল আলোচনা। সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। যেকোনো বাণিজ্য চুক্তি পারস্পরিকভাবে লাভজনক হতে হবে। এই ব্যাপারে উভয় দেশকে কাজ করতে হবে। বাণিজ্য চুক্তি থেকে আমাদের এটাই প্রত্যাশা। যতক্ষণ না এটি সম্পন্ন হবে, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করা ও ঠিক হবে না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।